Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
একজন আত্মকর্মীর আত্মকাহিনী
ডাউনলোড

নামঃ মোঃ শরিফুল ইসলাম

পিতাঃ- মোঃ গোলাম রব্বানী

মাতাঃ মোছাঃ শার বানু

গ্রামঃ বুজরুক শমশেরনগর, ডাকঘরঃ রাজারামপুর

উপজেলাঃ ফুলবাড়ী, জেলাঃ দিনাজপুর।

 

‘‘আত্নকর্মীর সফল আত্নকাহিনী’’

 

আমি মোঃ শরিফুল ইসলাম ২৫ মে ১৯৯৭ সালে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলাধীন বুজরুক শমশেরনগর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করি। ২০১৪ সালে ফুলবাড়ী রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। তারপর পরিবারে লেখাপড়ার পাশাপাশি গাভী পালন শুরু করি। কিন্তু দূর্ভাগ্যবসত ভাল অভিজ্ঞতা না থাকার কারণে আমি আমার খামারে লোকসান করতে থাকি। ফলে এক সময় খামারটি শেষ হয়ে যায়। গ্রাম প্রতিবেশী ও এক বন্ধুর পরামর্শক্রমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর তে যোগাযোগ করে যুব প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর-এ ২০২০ সালে ৭৯তম ব্যাচে ০১ মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ শেষে আবার উক্ত খামার শুরু করি। নতুন করে আরো ৬টি গরু ক্রয় করি ও ৩০টি গরু পালনের জন্য শেড তৈরী করি। বর্তমানে ৩টি ফ্রিজিয়ান গাভী ও ৪টি বকনা রয়েছে। প্রতিদিন খামার থেকে ৩৬ লিটার দুধ পাই। যাহা বাজারে বিক্রি করি। প্রতি কেজির বাজার মূল্য ৪০/- টাকা হিসাবে মাসে ৪৩২০০/- টাকা আয় হয়। উল্লেখিত খামারে ৪৭৬০০০/- টাকার গরু ক্রয় করা হয়েছে এবং শেড তৈরী করতে ৩০০০০০/- টাকা ব্যয় হয়েছে। উক্ত গাভীর ঘাস খাওয়ানোর জন্য ৪০ শতক নিজস্ব জমিতে নেপিয়ার ঘাস চাষ করি। উক্ত খামারে সর্বমোট ব্যয় হয়েছে ৭৭৬০০০/- টাকা। বর্তমানে আমার খামারে ৩ জন বেতনভুক্ত কর্মচারী রয়েছে। বর্তমানে আমি অত্র ৭নং শিবনগর ইউনিয়নের একজন কৃত্রিম প্রজনন দানকারী ও দক্ষ পল্লী চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেছি। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর থেকে ২০২০ সালে ১ম দফায় ৬০,০০০/- টাকা ঋণ গ্রহণ করি এবং উক্ত টাকার সঙ্গে বাবার কাছে হতে কিছু টাকা নিয়ে আবারো ০৩টি গাভী ক্রয় করেছি। যা আগামীতে উক্ত খামার থেকে লাভবান হওয়ার আশা রাখি। বর্তমানে আমি ও আমার পরিবার অনেক সুখী। এজন্য আমাকে এই পর্যায়ে আসতে জেলা ও উপজেলা যুব উন্নয়ন অফিস অনেক সহযোগিতা করেছেন। তাই আমি ও আমার পরিবার তাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি খামারটি আরো সম্প্রসারণ করতে পারি। এতে আমার বেকারতব দুর হয়েছে। একজন সফল আত্নকর্মী হিসাবে আমার পরামর্শ দেশের সকল যুব ভাই বোনদের প্রতি আহবান জানাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে আত্ননির্ভরশীল হিসাবে গড়ে তুলি।